এস এম সানোয়ার: গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই এতিম ছেলের দায়িত্ব গ্রহণ করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল-আলম।
মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দেন, এই দুই শিশুর শিক্ষাজীবন, লালন-পালন ও ভবিষ্যতের সকল ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে বহন করবেন। তুহিনের মৃত্যুর পর পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়লেও এসপির এ উদ্যোগে নতুন করে আশার আলো দেখেছে স্বজন ও স্থানীয়রা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল, সাধারণ মানুষ ও তুহিনের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ শুধু শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে না, বরং সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
কাজী আখতার উল-আলমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।